Nabodisha
 
Nabodisha patrika
নবদিশার পথিক হোন 
আপনাদের মতামত 
পথিক হন
শিক্ষাঙ্গনে নতুন দিশার খোঁজে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার সঙ্গে যুক্ত সকলে, শিক্ষা নিয়ে ভাবিত মানুষজনের চিন্তাভাবনা, অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে যাত্রা শুরু নবদিশার। আমাদের আশা, নতুনের খোঁজে নবদিশার এই পথে পথিক হবেন আপনারাও।
তাই আমাদের প্রকাশিত এসংক্রান্ত যাবতীয় মুদ্রিত ও অডিও-ভিস্যুয়াল সামগ্রী পেতে আগ্রহী হলে অবশ্যই নীচে দেওয়া ফর্মটি পূরণ করে বিনামূল্যে e-পরিষেবা উপভোগ করুন।
এই e-পরিষেবার মাধ্যমে আপনি আমাদের প্রকাশিত নবদিশা পত্রিকাও পাবেন। আমরা আশাকরি, শিক্ষা নিয়ে নতুন করে আপনাদের চিন্তাভাবনা এবং তা থেকে জন্ম নেওয়া সুচিন্তিত মতামত, নবদিশার পথে ছাত্রছাত্রীদের নিয়ে সাধারণ পাঠক্রমের বাইরে কাজ করার অভিজ্ঞতা এই পত্রিকার মাধ্যমে উঠে আসুক। এক কথায়, নবদিশাকে জানার জন্য, শেখার জন্য ও জানানোর জন্য।
নবদিশার e-পরিষেবার পথিক হতে...
বিঃদ্রঃ *চিহ্নিত ঘরগুলি পূরণ করা আবশ্যিক
প্রতি  
*পথিকের নাম  
পথিকের পরিচয়  
পুরো ঠিকানা  
হোয়াটসঅ্যাপ নম্বর  
*অথবা SMS-এর জন্য মোবাইল নম্বর  
*ই-মেল  
ডাকযোগে বা হাতে-হাতে নবদিশা সংগ্রহ করতে ...
মুদ্রণ ও প্রেরণের ব্যয় বাবদ প্রার্থিত অনুদান বছরে ২০০ টাকা এবং নিজেরা সংগ্রহ করলে বছরে ১০০ টাকা।
 
 
  আমাদের কথা আমাদের কাজকর্ম তথ্যসামগ্রী পথিকদের প্রতি
নবদিশা ২০১৯