Nabodisha
 
Nabodisha patrika
পথ চলার ভাবনা 
শিক্ষায় সংস্কৃতি 
শিক্ষার দর্শন 
সমাধানের খোঁজে 
নতুন দিশার 
নতুন উদ্যোগ 
সমাধানের খোঁজে
নবদিশার পথে চলতে চলতে আমরা উপলব্ধি করেছি, শৈশব থেকে গ্রাম-বাংলার ছেলেমেয়েরা যে শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে তাতে না আছে কোনও আনন্দ, না আছে স্থানীয় জ্ঞান নির্ভর হাতে-কলমে প্রাসঙ্গিক শিক্ষার ব্যবস্থা। ছেলেমেয়েরা স্কুলে যে সমস্ত বিষয় পড়ছে তার মধ্যে অনেক কিছুর সঙ্গেই তাদের আঞ্চলিক জীবনের কোনও মিল নেই। অনেকক্ষেত্রেই তাদের মধ্যে গ্রামীণ সংস্কৃতির পরিপন্থী এক মূল্যবোধ তৈরি হচ্ছে। বাড়ছে স্কুলছুটের সংখ্যা। বর্তমান এই পরিস্থিতি গ্রাম বাংলার চিরাচরিত ঐতিহ্য এবং সেখানকার আগামী প্রজন্মের পক্ষে এক ভয়ঙ্কর বিপদ। এই বিপদের আশঙ্কায় আজ আমরাও শঙ্কিত।
নবদিশার পথে তাই আমরা পাঠ্যপুস্তক নির্ভর শিক্ষাকে কীভাবে তার আঞ্চলিক জীবনযাপনের সঙ্গে সংযুক্ত করে সেই শিখন প্রক্রিয়াকে পরিবার ও সমাজের সহায়তায় এবং স্থানীয় স্বশাসিত প্রতিষ্ঠানের উদ্যোগে সুস্থায়ী করে তুলতে প্রয়াসী হয়েছি। ব্রতী হয়েছি ভয়হীন এক উন্মুক্ত শিক্ষার সন্ধানে।
 
  আমাদের কথা আমাদের কাজকর্ম তথ্যসামগ্রী পথিকদের প্রতি
নবদিশা ২০১৯