Nabodisha
 
Nabodisha patrika
পথ চলার ভাবনা 
শিক্ষায় সংস্কৃতি 
শিক্ষার দর্শন 
সমাধানের খোঁজে 
নতুন দিশার 
নতুন উদ্যোগ 
শিক্ষায় সংস্কৃতি
বিভিন্ন ভাষাভাষীর এই দেশের স্থানীয় সংস্কৃতিও বৈচিত্র্যের রঙে রঙিন। দেশকাল ভেদে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে তার নিজের সংস্কৃতি। এরমধ্যেই মানুষ খুঁজে পায় নিজের স্বতন্ত্র স্বত্ত্বাকে। সংস্কৃতি মানে শুধু মনোরঞ্জন নয়। আমাদের সমাজে সংস্কৃতির এক মৌলিক জায়গা রয়েছে। এরমধ্যে দিয়ে কোনও জনগোষ্ঠীর পারম্পরিক ঐতিহ্য, তাদের লোকাচার, বিশ্বাস, জ্ঞান, এসব প্রতিফলিত হয়। সংস্কৃতি চর্চায় বিকশিত হয় মানুষের চেতনা, নিজের শিকড়ের সঙ্গে গড়ে ওঠে তার আত্মিক যোগ।
মানুষের নিজস্ব এই সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে শিক্ষার নিবিড় যোগ রয়েছে। উচ্চ নৈতিকতা সম্পন্ন মূল্যবোধ আর নিজের সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কোনও মন সহজেই আত্মস্থ করতে পারে আদর্শ শিক্ষার পাঠ। যে শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজের শিকড়কে উপেক্ষা না করেও আধুনিক চিন্তায় নিমগ্ন থাকতে পারি। জগতের সামনে নিজেদেরকে সময়োপযোগী, আধুনিক চেতনার, প্রগতিশীল উন্নত মননের একজন মানুষ হিসাবে মেলে ধরা যায়।
 
  আমাদের কথা আমাদের কাজকর্ম তথ্যসামগ্রী পথিকদের প্রতি
নবদিশা ২০১৯